এইচএসসি পরীক্ষার ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে বুধবার বাংলাদেশ সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। এ সময় পুলিশ অন্তত ৫৩ জনকে আটক করেছে।
বাংলাদেশি কারিকুলামে পরিচালিত দুই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ ৫ পেয়েছেন ৪ জন।
এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। পরীক্ষা চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষা স্থগিত করা হয়। পরে প্রথমে ১১ আগস্ট ও পরে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।